লিখিতভাবে ক্ষমা চাইল টুইটার!

লিখিতভাবে ক্ষমা চেয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার চীনের অংশ হিসেবে লাদাখের বিস্তীর্ণ এলাকাকে দেখিয়ে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে ভুল সংশোধন করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান মীনাক্ষী লেখি বলেন, টুইটার আইনসি’র চিফ প্রাইভেসি অফিসার ডেমিয়েন কেরিয়েন স্বাক্ষরিত হলফনামা জমা দিয়ে ক্ষমা চেয়েছে টুইটার এবং ভারতীয়দের আবেগে আঘাত করার জন্য দুঃখপ্রকাশ করেছে। ভুলক্রটি আগামী ৩০ নভেম্বরের মধ্যে ভুল সংশোধন করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অক্টোবরে লাদাখে চীনের সঙ্গে সীমান্ত সংঘাত চলাকালীন এ বিতর্কের সূত্রপাত। সংবাদমাধ্যমের এক কর্মী লাদাখের লেহ‌্-তে গিয়ে টুইটারে একটি ছবিতে জিয়ো লোকেশন ট্যাগ করেন যাকে চীনের অংশ হিসেবে দেখানো হয়েছিল। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। কেন্দ্রীয় সরকার টুইটারের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করে। টুইটারের সিইও জ্যাক ডোরসেকে সংবিধান অনুযায়ী লাদাখ যে ভারতের জম্মু ও কাশ্মীরের অবিচ্ছেদ্য অংশ স্পষ্ট ভাষায় তা জানিয়ে দেওয়া হয়। স্পর্শকাতর ওই এলাকাকে কোন যুক্তিতে চীনের অংশ হিসেবে দেখানো হলো যৌথ সংসদীয় কমিটির সামনে হাজির হয়ে তা ব্যাখ্যা করতেও নির্দেশ দেওয়া হয়। কিন্তু টুইটারের ভারতীয় কর্তাদের ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি সাংসদরা। ফলে, লাদাখকে চীনের অংশ হিসেবে দেখানো ফৌজদারি অপরাধের আওতায় পড়ে এবং তার জন্য ৭ বছর পর্যন্ত কারাবাস হতে পারে বলেও জানিয়ে দেওয়া হয়।

টুইটার কর্তৃপক্ষ এতে সুর নরম করেন। এ সমস্যার সমাধান যত দ্রুত সম্ভব করা হবে জানিয়ে দেন তারা। ভবিষ্যতে এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলবেন বলে প্রতিশ্রুতিও দেন এবং সেইসাথে লিখিতভাবে ক্ষমা চেয়ে নিলেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *