বিজয়ের লাল সবুজ সাজে সেজেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বিজয়ের

বিজয়ের

বিজয়ের মাস ডিসেম্বর। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা এই মাসে লাল–সবুজের বিজয় নিশান উড়িয়েছি। এই দিনকে ঘিরে বাঙালী জাতীর এক অন্যরকম আবেগ, অনুভূতি ও ভালোবাসা জড়িয়ে রয়েছে। তাই বিশেষ করে এই দিনটিকে কেন্দ্র করে সারাদেশ ব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজয়ের পতাকার লাল সবুজ আলোকসজ্জায় সেজেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। লাল সবুজের রঙের আলোকসজ্জায় সেজেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নানা প্রাঙ্গন।

সরোজমিনে গিয়ে দেখা যায় যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দুই পাশ থেকে শুরু করে নতুন বিল্ডিং, গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাষ্কর্য (শান্ত চত্বর), ভাষা শহীদ রফিক ভবন, ভিসি ভবন, শহীদ মিনার ও অবকাশ ভবন বিজয় দিবস উপলক্ষে সাজানো হয়েছে।

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, আগামীকাল ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ক্যাম্পাস সাজানো হয়েছে।

পুরো ক্যাম্পাস না সাজানোর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, “এবার যেহেতু ক্লাস বন্ধ, শিক্ষার্থীরা নেই তাই যতটুকু সাজালে সুন্দর হবে সেটুকুই করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *