খাগড়াছড়িতে বিজিবির আন্ত: ব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত

সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড ব্যাটালিয়ন খাগড়াছড়ির গুইমারা সেক্টরের উদ্যোগে ও যামিনীপাড়া ব্যাটালিয়ন ২৩ বিজিবির ব্যবস্থাপনায় আন্ত: ব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২২ অনুষ্টিত হয়েছে।

যামিনীপাড়া জোন সদরে অনুষ্ঠিত খেলায় ২৩ বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়, ৪০ বিজিবি পলাশপুর ব্যাটালিয়ন, ৪৩ বিজিবি রামগড় ব্যাটালিয়ন ও ৮ বিজিবি চট্টগ্রাম ব্যাটালিয়ন অংশগ্রহণ করে।

সোমবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ৪০ বিজিবি পলাশপুর জোন ২৯ গোলে বিজয়ী হয় এবং ২৩ বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়ন ১৮ গোলে রানার আপ হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আবদুল মালেক।

এসময় ৪০ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্ণেল সোহেল আহমেদ, ২৩ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ বি এম জাহিদুল করিম, ৪৩ বিজিবির জোন অধিনায়ক, লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমানসহ সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মর্নিংনিউজ/আই/শাশি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *