গতকালের রেকর্ড ভেঙে সর্বোচ্চ আক্রান্ত; মৃত্যু ১৪

করোনা

গতকালই দেশে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড গেল। আজ পুনরায় ভেঙে গেল সেই রেকর্ডও। গতকাল অবশ্য নমুনা টেস্টের সংখ্যা কম ছিল। আজকে টেস্টের পরিমাণ বাড়ায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ৮ হাজার ১১৪ নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নমুনা পরীক্ষা করে আরও ১২৭৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২ হাজার ২৬৮ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ১৪ প্রাণ। ফলে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩২৮ জনে।

করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে রবিবার  (১৭ মে) দুপুরে  সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুলেটিনে সংযুক্ত হয়ে এ স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৬ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৪৩৭৩ জন।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *