মিঠাপুকুরে এসএ এগ্রো ফিডে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

রংপুরের মিঠাপুকুরে এসএএগ্রো ফিডে অভিযান পরিচালনা করে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব আফসানা পারভীন। প্রসিকিউশনে সহায়তা করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, মিঠাপুকুর, রংপুর এর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডাঃ মোঃ একরামুল হক মন্ডল এবং ভেটেরিনারি সার্জন জনাব ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম। পরিদর্শনকালে দেখা যায় উক্ত ফিড মিলে “আলাল পোল্ট্রি এন্ড ফিশ ফিড, শেরপুর, বগুড়া ” নামক কোম্পানীর নামে ফিড তৈরি করে প্যাকেটজাত করে ট্রাকে লোড করে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হচ্ছে। এ বিষয়ে তারা কোন প্রকার অনুমোদন দেখাতে পারেনি। প্যাকেটজাত বস্তায় এবং কাচামালের বস্তায় ম্যানুফ্যাকচারিং এবং মেয়াদ উত্তীর্ণের তারিখে গরমিল পাওয়া যায়। কাঁচামাল সংরক্ষণ এবং ল্যাবরেটরী পরীক্ষার রিপোর্ট আলাল বা এসএ এগ্রো উভয় কোম্পানি তাদের প্রোডাকশন চালান দেখাতেও ব্যর্থ হয়। অভিযানকালে ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং পরবর্তী প্রসিকিউশনের জন্য নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী মামলা চলমান থাকবে মর্মে সতর্ক করা হয়।

 

মর্নিংনিউজ/আই/শাশি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *