জীবননগরের কেডিকে ইউনিয়ন মুক্তিযুদ্ধ মঞ্চের কমিটি গঠণ ও মতবিনিময় সভা

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ জীবননগর উপজেলাধীন কেডিকে ইউনিয়ন শাখার ১৪ সদস্যবিশিষ্ট এক বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার এ কমিটি ঘোষণা করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুক্তিযুদ্ধ মঞ্চ জীবননগর উপজেলার সভাপতি মোঃনাঈমুর রহমান খান ও সাধারণ সম্পাদক ফরহাদ প্রধান এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন। নবনির্বাচিত কমিটির সভাপতি হলেন- পিয়াস মাহমুদ ইমন , সহসভাপতি মোঃপলাশ মিয়া, তানভির হাসান শিশির ও মীর রাজন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হোসেন, সাগর হোসেন, নাঈম, দুলাল মিয়া ও মানিক হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ নাঈম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃরতন হোসেন, প্রচার সম্পাদক মোঃ রমজান আলী ও দপ্তর সম্পাদক মোঃ আজমাইন। এসময় নবনির্বাচিত কমিটির সকল সদস্যগণের সাথে সন্ধ্যা ৭ টায় দেহাটি বাজারে মতবিনিময় ও পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মোঃ নাঈমুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ফরহাদ প্রধান, যুগ্ন সাধারণ সম্পাদক খালিদুর রহমান আশা, ছাত্রলীগ নেতা রমজান বিশ্বাস, কামাল হোসেন প্রমুখ। নবনির্বাচিত কেডিকে ইউনিয়ন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি পিয়াস মাহমুদ ইমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় কমিটি, উপজেলা ও জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

মর্নিংনিউজ/বিআই/এমএইচজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *