উচ্চ শিক্ষার পাশাপাশি সুশিক্ষিত হতে হবে-মসিক মেয়র ইকরামুল হক

“উচ্চ শিক্ষার পাশাপাশি সুশিক্ষিত হতে হবে” রোববার(১৬ জুলাই) বেলা ১১টায় শম্ভুগঞ্জ ইউ. সি. উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ষান্মাসিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট বিতরণ ও ৮ম-১০ম শ্রেণির অর্ধ-বার্ষিক এবং প্রাক-নির্বাচনি পরিক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু শিক্ষার্থীদের উদ্দেশ্যে একথা বলেন।

বক্তব্যে তিনি বলেন, উচ্চ শিক্ষার গ্রহণ করার সাথে সাথে সুশিক্ষিত হতে হবে এবং দায়িত্ববোধ, দেশপ্রেম, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ থাকতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোক্তার হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শাজাহান মুনির, মহানগর কৃষক লীগের সভাপতি এবি সিদ্দিক, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এ.কে.এম জহিরুল ইসলাম।

 

মর্নিংনিউজ/বিআই/ডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *