শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের চাপ

দক্ষিণাঞ্চলে ২১টি জেলার যোগাযোগের সহজতম মাধ্যম শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুট। ঈদের ছুটি কাটাতে ইতোমধ্যে ঢাকা ত্যাগ করে পদ্মা পাড়ি দিয়ে স্ব স্ব গন্তব্যে যাচ্ছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

সোমবার (১৮ মে) সকাল থেকে ঘাট এলাকায় মানুষের চাপ রয়েছে চোখে পড়ার মতো।

শিমুলিয়া ঘাটের মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিন জানান, ঘাটে যানবাহনের পাশাপশি যাত্রীদের চাপ অত্যাধিক। গণপরিবহন বন্ধ থাকলেও ঢাকা থেকে দক্ষিনাঞ্চলে যাত্রীরা পায়ে হেঁটে, মোটরসাইকেল, অটোরিক্সা করে ঘাট এলাকায় আসছে। এমনকি রাতে যাত্রীরা ট্রাকে করে ঘাট এলাকায় এসে অবস্থান করছে যাতে সকাল সকাল পদ্মা পাড়ি দিতে পারে।

তিনি আরও জানান, করোনা পরিস্থিতি উপেক্ষা করে কয়েকদিন আগে যেমন কর্মস্থানে যাওয়ার জন্য দক্ষিনাঞ্চলে যাত্রীদের চাপ ছিলো ঘাটে। তেমন আজও সকল বাঁধা উপেক্ষা করে বাড়ি ফিরছে মানুষ।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার ম্যারিনা আহামদ আলী জানান, কর্তৃপক্ষ পক্ষ ৪ টি ফেরি চলাচলের নির্দেশ প্রদান করায়। ওইসব ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এখন যেরকম চাপ রয়েছে তা বেলা বারার সাথে সাথে কমে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *