শার্শায় অস্ত্র ও গুলিসহ আটক এক

যশোরের শার্শায় অস্ত্র, গুলি ও হ্যান্ডকাপ উদ্ধারসহ মনিরুল ইসলাম(৩৬) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল। শনিবার ৭অক্টোম্বর রাত ১১টার দিকে উপজেলার জামতলা টু বালুন্ডা সড়কের টেংরা মাকড়ার বিল এলাকা থেকে এ অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়। আটক মনিরুল ইসলাম সাতক্ষীরা সদর রসুলপুর গ্রামের আফতাব সরদারের ছেলে।

ডিবি পুলিশের এসআই রইচ আহমেদ জানান, গোপন সংবাদদের মাধ্যামে জানতে পারি শার্শার জামতলা টু বালুন্ডা সড়কের মাকলার বিল এলাকায় অস্ত্র ও গুলি নিয়ে এক চিহ্নিত সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে মনিরুল ইসলামকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি বিদেশী পিস্তল ৩রাউন্ড গুলি ও এক জোড়া হ্যান্ডকাপ উদ্ধার করা হয়।

এ সংক্রান্ত শার্শা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে তিনি জানান।

 

মর্নিংনিউজ/বিআই/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *