যশোর শহরে ছুরিকাঘাতে এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার(০৯নভেম্বর) রাতে যশোর শহরের প্রাণকেন্দ্র বড় বাজারের চুড়িপট্টিতে রাজিম(১৭) নামে এক কিশোর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটছে। এসময় তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ এই ঘটনায় কাউকে এখন পর্যন্ত আটক করতে পারিনি। রাজিম শহরের চুরি পট্টি এলাকার একটি কাপড়ের দোকানে চাকরি করতো। রাজিম শহরের ঝুমঝুমপুর এলাকার বাদল খানের ছেলে।
শোকাহত পিতা বাদল খান জানিয়েছেন তার ছেলে চুড়িপট্টি বাজারে একটি কাপড়ের দোকানে কাজ করে। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে পূর্ব শত্রুতার জেরে পায়েল, ইয়ামিন, রায়হানসহ ৬/৭ জন কিশোর একসঙ্গে এসে দোকান থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০শয্যা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ হেমন্ত পোদ্দার রাজিমকে মৃত ঘোষণা করেন।
যশোর ২৫০শয্যা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ হেমন্ত পোদ্দার বলেন, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। তবে কি কারণে কারা তাকে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে নিহতের পিতা বাদল খান বলতে পারেননি।
মর্নিংনিউজ/বিআই/এমএইচ
