শার্শায় ১৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

 

যশোরের শার্শায় অভিযান চালিয়ে ১৮কেজি গাঁজাসহ বাবলুর রহমান বাবু(৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার(১২অক্টোম্বর) রাত ৯টার দিকে শার্শা উপজেলার ছোট মান্দার তলা গ্রামের ঈদগাহ সংলগ্ন এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক বাবলুর রহমান বাবু উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাবলুর রহমান বাবু শার্শা-বোয়ালিয়া সড়ক বোয়ালিয়া ঈদগা সংলগ্ন এলাকা থেকে ১৮কেজি গাঁজা সংগ্রহ করে পাচারের চেষ্টা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় কস্টেপ দিয়ে মোড়ানো গাঁজার ৯টি বান্ডিল উদ্ধার করা হয়। যার ওজন ১৮কেজি।

তিনি আরো জানান, আটক বাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে।

 

মর্নিংনিউজ/বিআই/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *