শার্শার বাগুড়ীতে পরকীয়ার টানে ১ সন্তানের জননী উধাও

 

পরকীয়া প্রেমের সম্পর্কের জের ধরে অজানায় পাড়ি জমালেন শার্শা বাগুড়ী গ্রামের বাক-প্রতিবন্দি শাহাজাহানের স্ত্রী ১সন্তানের জননী রাবিয়া খাতুন।

জানা যায়, রাবিয়া খাতুন(২২) বাঘারপাড়া গ্রামের তুহিন(৪৩) নামক এক যুবকের সাথে দীর্ঘ দিনে ধরে অবৈধ গোপন সম্পর্ক গড়ে তোলেন এবং তারই ধারাবাহিকতায় গত ২৯শে অক্টোবর স্বর্নলংকার ও টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে ৫বছরের শিশু ফুটফুটে ছেলে হুসাইনকে রেখে পালিয়ে যায়।

এই বিষয়ে রাবিয়া খাতুনের স্বামী শাহাজান তার স্ত্রীর সন্ধান না পেয়ে শার্শায় থানায় একটি সাধারন ডায়েরী করেন। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় উঠেছে এবং চ্যাঞ্চল্যের সৃষ্টি হয়েছ।

শাহাজাহানের বড় ভাই, বলেন যে গত ২৯অক্টোবর ভাইয়ের স্ত্রী রাবিয়া খাতুন আনুমানিক সকাল ১০টার সময় বাড়ির কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরবর্তীতে বাড়িতে না ফেরায় আমি ও আমার পরিবারের লোক জন আমার ভাইয়ের শ্বশুর বাড়ি সহ বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করে সন্ধান পাইনি, হঠাৎ তুহিনের মোবাইল থেকে ফোন করে জানিয়ে দেয় আমরা দুজন একে অপরকে ভালবেসে বিয়ে করেছি কোর্টের মাধ্যমে। তুহিন বাঘারপাড়া উপজেলা কোয়ালখালী ২নং ওয়ার্ডের মৃত এলাহী বকস মেম্বারের ছেলে

নিরীহ অসহায় ভুক্তভোগীসহ শাহাজানের বড় ভাই নুরুজ্জামান এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

মর্নিংনিউজ/বিআই/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *