চিতলমারীতে মোটর সাইকেল ও তালা প্রতীক প্রচার ও প্রচারণায় শীর্ষে

 

আসন্ন ২১মে বাগেরহাটে চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনী, প্রচার ও প্রচারণা দিক থেকে শীর্ষে আসেন মোটর সাইকেল প্রতীক অশোক কুমার বড়াল ও তালা প্রতীক এস এম মাহা তাবুজ্জামান। রবিবার(৫মে) বিকাল ৫টায় উপজেলা বড়বাড়িয়া বাজার ও আশপাশে এলাকায় প্রচার বিল হাতে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে দোয়া, আশীর্বাদ ও ভোট চাইছেন। এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলার আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠন ও নেতৃবৃন্দ। সন্ধ্যায় ৭টায় হিজলা বাজার সংলগ্ন হিজলা ইউনিয়নে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আফজাল হোসেনে সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চিতলমারী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পীযুষ কান্তি রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, শ্রমিক লীগ সভাপতি শেখ আতিয়ার রহমান, যুবলীগ আহবায়ক শেখ নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ মাহাতাবুজ্জামান, ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি প্রমুখ। সভাটি পরিচালনা করেন ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *