রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নে জন্ম হয়েছে ৬ পায়ের একটি গরুর বাছুরের। এলাকায় এমন খবর ছড়িয়ে পড়লে ব্যাপক সাড়া পড়ে যায়। বাছুরটিকে এক নজর দেখতে উৎসুক জনতা গরুর মালিকের বাড়িতে ভিড় জমায়। বুধবার(১৫ মে) দুপুরের দিকে উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান বেপারীপাড়া এলাকার মোঃ লালন মিয়ার একটি গাভি এই বাছুরের জন্ম দিয়েছে। চারটি পা ঠিক জায়গা মতো থাকলেও বাছুরটির পেছনের অংশে আরো অতিরিক্ত ২টি পা দেখা যায়।
গরুর মালিক লালন মিয়া বলেন, গাভীটি দুপুরের দিকে ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গায় থাকলেও দুটি পা পেছনের অংশে বাড়তি রয়েছে। এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেওয়ায় প্রথমে আতংকিত হয়ে পড়ি। পরে বিভিন্ন ভাবে জানতে পারি, পা ৬ টা হওয়াতে বাছুরের বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। দেখা যাক, বাকিটা আল্লাহর ইচ্ছা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মতে, এমন ঘটনা খুবই বিরল। এটা সচরাচর ঘটে না। তবে আশা করা যাচ্ছে ৬টা পা হলেও বাছুরটির বেড়ে উঠতে কোনো সমস্যা হবেনা। শুধু অতিরিক্ত পা গুলো বাড়বে না।
