বাগেরহাটে চিতলমারী উপজেলা সীমান্তবর্তী চিত্রা ও মধুমতী নদীর তীরবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড় রিমেল এর তাণ্ডবে গোটা এলাকায় প্লাবিত হয়েছে। বুধবার(২৯মে) সরেজমিনে দেখা যায়, উপজেলার আরুলিয়া, ডুমুরিয়া, শ্রীরামপুর,কলিগাতী, বারাসিয়া, উমাজুরি, অশোকনগর সহ প্রত্যন্ত নির্মাঞ্চল প্লাবিত হয়ে মাছের ঘের তলিয়ে গেছে। ১৪১হেক্টর জমি প্লাবিত হয়ে মাছ ভেসে গেছে। এতে মৎস্য চাষীদের দেড় কোটি টাকার মাছ পানিতে ভেসে গেছে।
খিলিগাতী গ্রামের বাবলু মন্ডলে ছেলে মনি মন্ডল জানান, আমার ৩বিঘা ঘেরে প্রায় দুই লক্ষ টাকার মাছ পানিতে ভেসে গেছে।
উপজেলা মৎস্য অফিসার শেখ আসাদুল্লাহ জানান, ১৪১হেক্টর জমিতে ৭’শ মৎস্য ঘের তলিয়ে মাছ ভেসে গেছে। এতে মৎস্য চাষীদের ১কোটি ৪০লক্ষ টাকার মাছ পানিতে ভেসে গেছে।
