রংপুর মেট্রোপলিটন পুলিশে নতুন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের যোগদান

রংপুর মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন জনাব মোঃ আব্দুল ওয়ারেস। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ হতে বদলীসূত্রে রংপুর মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন। উল্লেখ্য যে তিনি ৩০তম বিসিএসে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।মঙ্গলবার, (০৪ জুন ২০২৪), রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে নব যোগদানকৃত কর্মকর্তাকে ফুলেল সংবর্ধনা প্রদানের মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুলিশে স্বাগত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) জনাব উত্তম কুমার পাল পিপিএম মহোদয়।

এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ আবু বকর সিদ্দীক; উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান; সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব এবিএম জাহিদুল ইসলাম এবং সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর অতিরিক্ত দায়িত্বে স্টাফ অফিসার) জনাব জয়ন্ত কুমার সেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *