দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে বুধবার (১২ জুন ২০২৪) শপথ গ্রহণের পর বাগেরহাটের চিতলমারীতে প্রথম দিন কাটালেন নবাগত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃআবু জাফর আলমগীর সিদ্দিকী।
এদিন খুলনা বিভাগীয় কমিশনারের নিকট শপথ বাক্য পাঠ শেষে বিকাল সাড়ে তিনটায় তিনি চিতলমারী উপজেলার পরিষদে ইউএনওর সাক্ষাত করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তারপর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে নিজ আসন গ্রহন করেন। বিকাল সাড়ে চারটায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে যান।সেখানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান তাকে বরন করে নেন এবং সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন।
