চিতলমারীতে কৈশোর মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

“মেধা ও মননে সুন্দর আগামী “এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে মঙ্গলবার (২৫ জুন)সকাল ১১টায় কৈশোর মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গুনীজনদের সম্মাননা দেয়া হয়েছে। এ সময় কৈশোর কর্মসূচীর মেন্টরদের পুরস্কার দেয়া হয়। এনজিও নবলোক পরিষদ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) এর সহযোগিতার এই অনুষ্ঠান আয়োজন করে।

চিতলমারী উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজাফর মোঃ আলমগীর হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজী আজমীর আলী,মহিলা ভাইস চেয়ারম্যানা সুলতানা মল্লিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় করেন প্রলাদ মন্ডল উপজেলা প্রোগ্রাম অফিসার নবলোক পরিষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *