ঝিনাইদহের কালীগঞ্জে লেদ দোকানী শাহিনুজ্জামান শাহিন হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন, জেলার কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জসিম উদ্দিন বাবু এবং একই এলাকার মিজানুর রহমান বাবুল। বুধবার বিকালে এ রায় দেন সিনিয়র জেলা ও দায়রা জজ এস এম সাইফুল ইসলাম। রায় ঘোষনার পর আসামীদের জেলা কারাগারে পাঠানো হয়। হত্যার স্বীকার শাহিনুজ্জামান শাহিনের বাড়িও উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোঃ ইসমাইল হোসেন এ ঘটনাটি নিশ্চিত করেন। রায়ের বিবরণে জানা যায়, ২০২১ সালের জুন মাসের ৫ তারিখ রাত সাড়ে ১০ টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা বাজারের লেদ ওয়ার্কশপের দোকান বন্ধ করে পাশের একটি দোকানে টিভি দেখে বাড়ি ফিরছিল শাহিন। এরপর সে আর বাড়ি ফেরেনি। পরদিন সকাল ৮ টার দিকে বাড়ি ও বাজারের মাঝামাঝি এলাকার একটি কলাক্ষেতে ধারালো অস্ত্রের আঘাত সম্বলিত শাহিনের বিবস্ত্র মৃতদেহ দেখতে পায় এলাকাবাসি। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। এই ঘটনায় ওই দিনই নিহতের পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় তদন্ত শেষে পুলিশ জসিম উদ্দিন বাবু ও মিজানুর রহমান বাবুল এর বিরুদ্ধে ওই বছরেরই আগস্ট মাসের ৩১ তারিখে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলার শুনানী ও সাক্ষগ্রহন শেষে আদালত জসিম উদ্দিন বাবু ও মিজানুর রহমান বাবুল কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ দেন।
