২০২৩-২৪ অর্থ বছরে খরিপ ২/২০২৪-২৫ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনো কর্মসূচী ও ২০২৩ -২৪ অর্থ বছরে রোপা আমন ২০২৪-২৫ মৌসুমে সাম্প্রতিক রিমেল প্রাকৃতিক দূর্যোগ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ ও সার সরবরাহ কৃষি পূনর্বাসন কর্মসূচীর আওতায় বাগেরহাটের চিতলমারীতে ২হাজার ২শ কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (৩জুলাই) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ সিফাত আল মারুফ সাংবাদিকদের জানান, উপজেলা ৭টি ইউনিয়নে প্রতি বিঘা জন প্রতি ৫কেজি বীজ ও ১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার কৃষকদের মধ্যে ইউনিয়ন ভিত্তিক সরবরাহ করা হয়েছে।এর মধ্যে বড়বাড়িয়া ৭৭৫ জন,কলাতলা ৪১০জন,হিজলা ৪১৫জন,শিবপুর ২০০জন,চিতলমারী ৩০ জন,চরবানিয়ারী ২৫৫জন এবং সন্তোষপুর ১১৫।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাবিবুর রহমান,সাংবাদিক অরুণ কুমার সরকার প্রমুখ।
চিতলমারীতে দুই হাজার দুইশ কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ
