যশোরের শার্শায় নাভারণ মাছ মাংস ও মুরগী ব্যবসায়ী নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে শার্শার প্রাণকেন্দ্রে নাভারণ মাছ বাজারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাভারণ মাছ/মাংস ও মুরগী পট্টি ব্যবসায়ী সমিতির আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আবুল হাসান জহির। এসময় প্রধান অতিথি নাভারণ মাছ/মাংস ও মুরগী পট্টির নতুন ব্যবসায়ি সমিতির সভাপতি সৌরভ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তির ফুলেল শুভেচ্ছা শেষে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বিগত আওয়ামী স্বৈর শাসকের আমলে যেভাবে লুটপাট করে খেয়ে এসেছে তার কোন প্রতিফলন যেন আপনাদের মাঝে না পড়ে। ব্যবসায় একতা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে। কোন রকম দূর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজির ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সচেষ্ট হওয়ার আহ্বান করেন তিনি। এসময় প্রধান অতিথি আরোও বলেন, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন তাই সঠিক ভাবে ব্যবসা করে হালাল ভাবে উপার্জন করুন। ব্যবসায়ী সমিতির নতুন কমিটির পরিচিতি সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশরাফুজ্জামান বাবু, প্রভাষক মামুনুর রশিদ, জুলফিকার আলী জুলু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াসিউদ্দিন, ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
হালালভাবে উপার্জন করুন, আলোচনা সভায় হাসান জহির।
