বাগেরহাট জেলার নবাগত পুলিশ সুপার মোঃ তৌহিদ আরিফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বীর সাব্বির মল্লিক ও বীর জসিম ফকির এর কবর জিয়ারত ও মোনাজাত করেন। সোমবার (২৩সেপ্টেম্বর)বিকাল ৫টায় চিতলমারী উপজেলা এ সময় তিনি হিজলা গ্রামে শহীদ বীর সাব্বির মল্লিক ও চিংগড়ী গ্রামে জসিম ফকিরের কবর জিয়ারত ও দোয়া খায়ের করেন। উক্ত সময় নিহত বীর সাব্বির মল্লিকের পিতা শহীদ মল্লিক কে সান্ত্বনা প্রদান করেন নবাগত পুলিশ সুপার মোঃ তৌহিদ আরিফ। উক্ত কবর জিয়ারত ও মোনাজাতে আরোও অংশ গ্রহন করেন চিতলমারী থানায় ইনচার্জ স্বপন কুমার রায়, ওসি তদন্ত হাজী মোঃ সাইফুল ইসলাম, চিতলমারী উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মোমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডা, বিএনপির নেতা এ্যাড,অসীম সমাদ্দার, শিপন মুন্সিসহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনে নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
শহীদ বীর সাব্বির মল্লিক ও জসিম ফকির এর কবর জিয়ারত করেন নবাগত পুলিশ সুপার
