বেনাপোলে নতুন ওসির সাথে নিত্যহাট শপিংমল ব্যবসায়ী কল্যাণ সমিতির শুভেচ্ছা বিনিময়

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার অন্তর্গত অন্যতম সুশৃঙ্খল সুপার মার্কেট নিত্যহাট। যেখানে অবস্থিত ৩৫০ টিরও বেশি ছোট বড় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এসব ছাড়াও সেখানে বিদ্যমান একটি নগর মাতৃসদন হাসপাতাল, ব্যাংক। ২০২০ সাল, ১৬ ডিসেম্বর, উদ্বোধনের পর থেকেই বহু চড়াই উৎরাই পেরিয়ে শান্তিপূর্ণভাবে চলমান শপিংমলটির বিভিন্ন ব্যবসায়ীক কার্যক্রম। ০৮ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, নিত্যহাট শপিংমল ব্যবসায়ীক কল্যাণ সমিতির পক্ষ থেকে বেনাপোল স্থলবন্দর থানার নবনিযুক্ত ওসি, ইন্সপেক্টর জনাব রাসেল সাহেবকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।  উক্ত শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন, নিত্যহাট শপিংমলের সভাপতি সৈয়দ আক্তার হোসাইন বিপ্লব, সাধারন সম্পাদক সাইদুর রহমান তুহিন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাপ্পি, অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং অন্যান্যরা। নবনিযুক্ত ওসি, ইন্সপেক্টর জনাব রাসেল ইতোপূর্বে চট্টগ্রামে পেশাদারিত্বের সাথে তার দায়িত্ব পালন করতেন। তিনি একজন সৎ এবং চৌকস অফিসার হিসেবে সুপরিচিত। বেনাপোল স্থলবন্দর থানাতে তার যোগদান করায় বিভিন্ন মহল ও ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়। উক্ত মতবিনিময় সভায় নিত্যহাট শপিংমল ব্যবসায়ীক কল্যাণ সমিতির দায়িত্বরত ব্যক্তিবর্গ সম্মানিত ওসি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাত করেন। শুভেচ্ছা বিনিময়ের এক পর্যায়ে নিত্যহাট শপিংমল ব্যবসায়ীক কল্যাণ সমিতির বক্তব্যে উঠে আসে মলটিতে বিরাজমান বর্তমান পরিস্থিতির কথা। সেখানে দেখা গেছে উশৃঙ্খল কিশোরদের নিয়মিত আড্ডা, মার্কেটের মধ্যে বিশৃঙ্খলতা সৃষ্টি করা, ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে অস্তিরতা তৈরি করাসহ নানান ধরনের অরাজকতা। সেই সমস্ত উঠতি বয়সী যুবকেরা বাহিরে সংঘটিত তাদের মধ্যে কোন অমিমাংসিত বিষয় নিত্যহাট শপিংমলের মধ্যে এসে খুবই বিশৃঙ্খল সৃষ্টি করে। এমতাবস্থায় মার্কেটে আগত ক্রেতাদের মধ্যে সৃষ্টি হয় ভীতি। আর এভাবে নিত্যহাটে বিনিয়োগরত ব্যবসায়ীদের ক্রেতা সংকটের সম্মুখীন হতে হচ্ছে। ব্যবসায়ী সমিতির ব্যক্তিবর্গ নবনিযুক্ত ওসি মহোদয়কে আরোও জানান, তারা সেই সমস্ত বখে যাওয়া ছেলেদের, মার্কেটের মধ্যে তাদের এ ধরনের বিশৃঙ্খতা করতে নিষেধ করলে, তারা মারমুখী আচরণ করে। দিনে এবং সন্ধ্যার পর জমে ওঠে তরুণ এইসব বখাটে ছেলেদের অনিয়ন্ত্রিত আড্ডা। এমনকি দিনের অনেকাংশে স্কুল-কলেজের ছেলেদের ইউনিফর্ম পরিহিত অবস্থায় বেপরোয়া চলাফেরা ও আড্ডাবাজি করতে দেখা যায়, যেখানে তাদের শ্রেণীকক্ষে থাকার কথা ছিল। উন্মুক্ত ধুমপান ও বেপরোয়া বিশৃঙ্খলায় ক্রেতা সংকটের সম্মুখীন নিত্যহাট শপিংমলের ব্যবসায়ীরা। উক্ত ব্যবসায়ীক প্রতিনিধি দল, নবনিযুক্ত ওসি মহোদয়ের কাছে এমন পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি স্কুল-কলেজের দায়িত্বরত শিক্ষকবৃন্দ ও সেই সমস্ত বখে যাওয়া কিশোরদের অভিভাবক মন্ডলীকে তাদের প্রতি খেয়াল, পারিবারিক শিক্ষা ও যত্নবান হওয়ার জন্য বিনীত আহ্বান জানান। উল্লেখ্য যে, ওসি জনাব রাসেল সাহেব, নিত্যহাট শপিংমলে সৃষ্ট বর্তমান পরিস্থিতি কাটিয়ে আবারো সুন্দর, মনোরম ব্যবসায়ী-ক্রেতা পরিবেশ সৃষ্টি করার জন্য যাবতীয় সহযোগিতা করার আশ্বাস দেন এবং সবার সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *