বাগেরহাটের চিতলমারীতে জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধকে কেন্দ্রকরে এক চা’ দোকানীকে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটেছে উপজেলার চরবড়বাড়িয়া গ্রামে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকাবাসী জানান, চরবড়বাড়িয়া গ্রামের নগেন্দ্রনাথ গাইনের ছেলে চা দোকানী ক্ষীতিশ গাইন (৬৫) এর সাথে একই গ্রামের সেকেল উদ্দীনের ছেলে সকিনুর শেখ (৪২) এর জমি ক্রয় সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। বুধবার সকাল ১১টায় এই বিষয় নিয়ে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক হয়। সালিশ বৈঠকে উভয় পক্ষের মধ্যে মিট মিমাংসা হয়ে যায়। পরবর্তীতে বেলা সাড়ে ১২টার দিকে ক্ষীতিশ গাইনের নাবালিকা নাতনীর সামনে ঘাতক সকিনুর ক্ষিতিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা গুরুতর আহত ক্ষীতিশ গাইনকে উদ্ধরকরে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষনা করেন। চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি)এসএম শাহাদাৎ হোসেন জানান, জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত ব্যপারে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।
Related Posts
যশোরের ২ সীমান্ত থেকে অবৈধ পন্য আটক করে বিজিবি।
যশোরের শার্শা, বেনাপোল এবং চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল, বিয়ার, গাঁজা, শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী। শুক্রবার যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর টহলদল বেনাপোল, মাসিলা বিওপি, আমাড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান […]
শার্শায় ১০ কোটি টাকার ডায়মন্ড জুয়েলারী, গোগা সীমান্তে পাচারকারী আটক!
যশোরের শার্শা থেকে ডায়মন্ডের আংটি ৭ পিচ পায়েল ২ পিচ ব্যাচলেট ১ পিচ বালা ৩ পিচ নাঁকফুল ১২ পিচ ও ১ টি ব্যাটারি চালিত ভ্যানসহ হাফিজুর রহমান(৫৩) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে উপজেলার গোগা ইউনিয়নের পাঁচ ভুলাট সীমন্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হাফিজুর একই […]
শৈলকুপায় বিএনপি নেতার সমাবেশে ককটেল বিস্ফোরণ, গঠিত তদন্ত কমিটি।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে শৈলকুপা উপজেলা বিএনপি। শনিবার (১৪ জুন) বিকালে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান বিপুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ […]
