কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বাগেরহাটে চিতলমারীতে ২০২৪-২৫ অর্থবছরে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ সহায়তা প্রদান প্রণোদনা কর্মসূচীর আওতায় সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা ৭টি ইউনিয়নে ৫১০জন প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ১০কেজি ডিএপি, ১০কেজি এমওপি সার ও জনপ্রতি গম২০জন, শীতকালীন, পেঁয়াজ২০জন, সরিষা৩০০জন, সূর্যমুখী১০০জন ও খেসারি ৭০জনের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শেখ আসাদুল্লাহ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার আহমেদ ইকবাল, উপজেলা ইন্জিনিয়ার মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা প্রকলপ বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব কুমার দাস প্রমুখ।
Related Posts
চিতলমারীতে ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপণ উদ্বোধন করেন জেলা প্রশাসক।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বাগেরহাটের চিতলমারীতে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুম কৃষকদের মাঝে বোরো ধানের (উফসী) সমলয় চাষাবাদের প্রদর্শণী স্থাপনের নিমিত্তে কৃষি প্রণোদনা কর্মসূচি এর আওতায় রাইচ ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ৫০ একর জমিতে ধান রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৫জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা কলাতলা ইউনিয়নে রাজনগর এলাকায় কৃষি অফিসার কৃষিবিদ শংকর কুমার মজুমদার […]
চিতলমারীতে কচুরিপনার কারণে ব্যাহত, পাঁকা ধান ঘরে তোলা।
বাগেরহাটের চিতলমারী উপজেলায় ধানের বাম্পার ফলন হলেও খালে কচুরিপনার কারণে হাজার হাজার বিঘা জমির ধান বাড়িতে আনতে পারছে না কৃষকেরা।স্থানীয় মেম্বার ও চেয়ারম্যান জনগণদের নিয়ে কিছু কচুরিপনা অপসারণে চেষ্টা করলেও আর্থিক সংকটে থেমে গেছে কাজ। একদিকে মাঠে পাঁকা ধান কাটার চাপ ও কচুরিপনা খাল আটকিয়ে থাকায় ধান সহজে বাড়ি আনতে না পারার দুঃচিন্তা এবং অপরদিকে […]
ঝিনাইদহে তিন ফসলি জমিতে কারখানা স্থাপনের প্রতিবাদে মানববন্ধন
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকার কুলচারা গ্রামের তিন ফসলি জমিতে কারখানা নির্মাণ বন্ধের দাবিতে উপজেলার ভাটই বাজার এলাকায় বুধবার দুপুরে মানববন্ধন করেছে এলাকাবাসী। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশ নেয়। ভুক্তভোগি সরোয়ারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, শাহাদৎ হোসেন, ওলিয়ার হোসেন, মাজেদ বিশ্বাস, হবিবর রহমান, আমির হোসেন, মাসুদ রানা, আবু কাশেম, মনোয়ারা বেগম, স্বপ্ন […]
