রংপুরে খুনসহ ডাকাতি মামলার প্রধান আসামী ফজলুল ওরফে ফজু ডাকাত গ্রেফতার।

রংপুরের মিঠাপুকুরে খুনসহ ডাকাতি মামলার প্রধান আসামী ফজলুল ওরফে ফজু ডাকাত গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার ভাংনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ৭ ফেব্রুয়ারী রাতে উপজেলার বড়বালা ইউনিয়নের শালিকাদহ গ্রামের মিজানুর রহমানের বাড়িতে ৭-৮ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। অস্ত্রের মুখে মিজানুর রহমান ও তার স্ত্রী মোরশেদা বেগম বিউটি কে জিম্মি করে বসতবাড়ি ডাকাতির চেষ্টা করে। এক পর্যায়ে ডাকাত সদস্যদের বেধরক মারপিট ও ছুরিকাঘাতে মিজানুর রহমানের স্ত্রী মুর্শিদা বেগম বিউটি মৃত্যুবরণ করে। পরে ডাকাত সদস্যরা ঘরের ড্রয়ারে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা সহ আনুমানিক ৪,৩৪,৫০০ টাকার মূল্যের মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেন মিজানুর রহমান।

ঘটনার পর থেকে ফজু ডাকাত দীর্ঘদিন গা ঢাকা দিয়ে পলাতক ছিল। অবশেষে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামালের নেতৃত্বে একটি অভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে ভাংনি এলাকা থেকে ফজলুল ওরফে ফজু ডাকাতকে গ্রেফতার করে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, খুনসহ ডাকাতি মামলার প্রধান আসামী ফজলুল ওরফে ফজু ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *