চিতলমারীতে উপজেলা লেভেল ক্যাম্পেইনের আলোচনা সভা

বাগেরহাট জেলা তথ্য অফিস আয়োজিত বাগেরহাটের চিতলমারীতে উপজেলা “শিশু কিশোর -কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম ” শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে Upazila Level Multimedia Campaign এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে বাগেরহাট জেলা তথ্য অফিসে উপপরিচালক  মইনুল ইসলাম  এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন, মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান, সিনিয়র মৎস্য অফিসার শেখ আসাদুল্লাহ, প্রাণী সম্পদ অফিসার মোঃ আহমেদ ইকবাল,  সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, যুব উন্নয়ন অফিসার শেখ মোঃ আজগার আলী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, ৭ ইউনিয়নে ইউপি সচিব, মহিলা বিষয়ক অফিসে জেন্ডর প্রমোটর শিল্পী রায়সহ আরো অনেকে। সভাটি পরিচালনা করেন জেলা সহকারী তথ্য অফিসার বিশ্বজিৎ শিকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *