উপজেলা মৎস্য অফিস আয়োজিত বাগেরহাটের চিতলমারীতে চিংড়ী ক্লাস্টারের সুফলভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা চরডাকাতিয়া এসডিএফ অফিসে উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলার প্রশাসক আহমেদ কামরুল হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ, উপজেলা প্রকৌশলী অফিসার ইঞ্জিনিয়ার মোঃ সাদ্দাম হোসেন, সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমানসহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শেখ আসাদুল্লাহ। এ সভার আগে জেলা প্রশাসক বিভিন্ন চিংড়ীর ঘের পরিদর্শন করেছেন।
চিতলমারীতে চিংড়ী ক্লাস্টারের সুফলভোগীদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময়
