উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটে চিতলমারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল এর সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চিতলমারী থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন,উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শেখ আসাদুল্লাহ, প্রাণী সম্পদ অফিসার মোঃ আহমেদ ইকবাল, সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, উপজেলা বিএনপির আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাস, জামায়াতে ইসলামী নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা শিকদার আহমদ আলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান খান পিকলু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনের ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান। আলোচনা শেষে ৫ জন শ্রেষ্ঠ জয়িতা নারীকে সম্মাননা বাবদ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
চিতলমারীতে উদযাপিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস ২০২৪
