গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বিশ্ব বিখ্যাত মোবাইল ব্রান্ড শাওমির এ্যাসেম্বলিকারক প্রতিষ্ঠান ডিবিজি টেকনোলজি বিডি লি. কর্তৃক আয়োজিত ডিবিজি প্রিমিয়ার লীগ এর ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের দুই শক্তিশালী দল সিথ্রিটি থান্ডারস এবং সিথ্রিইউএ সুপার কিংস ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। আজ ১৬ ডিসেম্বর সকাল ৯টায় কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে খেলাটি শুরু হয়। টসে জিতে ব্যাটিং নেয় সিথ্রিইউএ সুপার কিংস এর অধিনায়ক তুহিন। ১৫ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৬ রান সংগ্রহ করে তারা। জবাবে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু এনে দেন নাদিম ও নূর। শেষের দিকে বাদশার দুর্দান্ত ফিনিশিংয়ে ১ ওভার বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয় সিথ্রিটি থান্ডারস। ২৯ রান ও গুরুত্বপূর্ণ ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন থান্ডার্সের মোঃ বাদশা। টুর্নামেন্ট সেরার পুরস্কারও বাদশা পেয়েছেন। খেলা শেষে মধ্যাহ্ন ভোজ, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ডিবিজি প্রিমিয়ারলীগের চ্যাম্পিয়ন হয়েছে সিথ্রিটি থান্ডারস
