চিতলমারীতে নবীন শিক্ষক বরণ ৫২, অবসরে গেলেন ১২ জন।

উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার আয়োজিত বাগেরহাটের চিতলমারীতে ৫২ জন নবীন শিক্ষকদের বরণ ও অবসরজনিত ১২ জন শিক্ষকদের বিদায় সংবর্ধনা-২০২৪ পালিত হয়েছে। সোমবার (৩০ডিসেম্বর) সকাল ১০টায়  উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব)  হরেকৃষ্ণ অধিকারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ  মমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু,জামায়াতে আমির মাওলানা মোঃ মনিরুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ, মানস কুমার তালুকদার, মনিরুজ্জামান, শংকর কুমার বিশ্বাস, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ একরামুল হক মুনসী, চিতলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মুকুল কিশোর মজুমদার, সাধারণ সম্পাদক ইব্রাহিম ফকির, সহকারী শিক্ষক সমিতির সভাপতি কাজী কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক খোকন মন্ডলসহ আরও অনেকে। অনুষ্ঠানে নতুন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ও অবসরজনিত শিক্ষকদের সম্মাননা বাবদ ক্রেষ্ট ও চাদর দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *