স্থানীয় সরকার বিভাগের আয়োজনে বাগেরহাটের চিতলমারীতে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই “তারুণ্যের উৎসব -২০২৫” জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোঁয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ” ও ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা-ই অধিক গুরুত্বপূর্ণ” শীর্ষক আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী অফিসার মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার জনি সরকারপ্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনে ছিলেন সদস্য সচিব ও উপজেলা উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার শেখ আজমল হোসেন। বাস্তবায়নে উপজেলা প্রশাসন,সার্বিক তত্ত্বাবধানে প্রধান উপদেষ্টার কার্যালয়।
চিতলমারীতে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত
