“হেদায়েত উল্লাহ তুর্কী সম্পন্ন করেছেন দশ নাটকের শুটিং”

নাট্যকার ও অভিনেতা হেদায়েত উল্লাহ তুর্কী  সম্পন্ন করেছেন তাঁর দশটি নাটকের শুটিং। সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং গাজীপুরের কালীগঞ্জে এসব নাটকের শুটিং হয়েছে। নাটকগুলো বাংলা ব্যাকড্রপ টিমের ব্যানারে নির্মিত, এবং তাদের মধ্যে রয়েছে: আগে হানিমুন পরে বিয়ে, বাপ বেটার হানিমুন, মাথা গরম গার্লফ্রেন্ড, ফাইটার, ডিটেকটিভ রাজ, বাবা মায়ের বিয়ে, ভাগের প্রেম, সবার উপরে শাশুড়ী সত্য।

এছাড়া, নাটকগুলোর মধ্যে বাপ বেটার হানিমুন, বাবা মায়ের বিয়ে, এবং ডিটেকটিভ রাজ নাটকে তিনি নিজেই প্রধান চরিত্রে অভিনয় করেছেন। নাটকগুলোর রচয়িতা ও প্রধান অভিনেতা হিসেবে হেদায়েত তুর্কী একাধারে কমেডি, সিরিয়াস এবং গোয়েন্দা কাহিনী নিয়ে কাজ করেছেন।

এছাড়া, এসএপি এন্টারটেইনমেন্টের ব্যানারে তিনি রচনা করেছেন গার্লফ্রেন্ডের বাইক এবং সোহেল রানা রচিত এই ঘর এই সংসার নাটকগুলোতে অভিনয় করেছেন। নাটক দুটি পরিচালনা করেছেন মোঃ আব্দুল্লাহ আল মামুন।

এ নাটকগুলোর অন্যান্য অভিনেতাদের মধ্যে রয়েছেন তন্ময় সোহেল, সবুজ আশরাফ সুপ্ত, মিহি, মিম, রিপন খান, আঁখি চৌধুরী, সামসুল আলম, নাবিলা চৌধুরী, শেখ ফরিদ পলক, আশিফুর রহমান পলক, পারভেজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *