যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত বাগেরহাটের চিতলমারীতে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭জানুয়ারী) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ আহমেদ ইকবাল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ, সিনিয়র মৎস্য অফিসার শেখ মোঃ আসাদুল্লাহ, উপজেলা পঃপঃ স্বাস্থ্য কর্মকর্তা শর্মী রায়, উপজেলা পঃপঃ কর্মকর্তা, মাসুদ আল ইমরান, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ এমআর ফরাজী, থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন, উপজেলা প্রকৌশলী অফিসার ইঞ্জিনিয়ার মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিসার ইঞ্জিনিয়ার মোঃ আজমল হোসেন, মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, উপজেলা আইসিটি অফিসার মোঃ আসাদুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাঈদা দিলরুবা সুলতানা, চিতলমারী প্রেস ক্লাব সভাপতি মোঃ একরামুল হক মুনসী, বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সদস্য সচিব শেখ হাসান সহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার ও সদস্য সচিব শেখ মোঃ আজগর আলী। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধনের প্রধান উপদেষ্টা কার্যালয়, বাস্তবায়নে উপজেলা প্রশাসন।
চিতলমারীতে সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা
