বাগেরহাটের চিতলমারী উপজেলার ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যপী এ মেলার উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ আহমেদ ইকবাল, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ এমআর ফরাজী, চিতলমারী সোনালী ব্যাংক ম্যানেজার মোস্তাফিজুর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী অফিসার মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ মোঃ আজগর আলী, সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলাম সহ প্রমূখ।
