উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বাগেরহাট চিতলমারী উপজেলার সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (১ম সংশোধিত) ওয়ার্কশপ অন ইন্ট্রডিউসিং পার্টিসিপেটরী মনিটরিং এন্ড ইভোলিউশন সিস্টেম উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা ডাকাতিয়া গ্রামে এসডিএফ অফিস কক্ষে এ সভায় আয়োজন করা হয়েছে। এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শেখ মোঃ আসাদুল্লাহ,ডাকাতিয়া খাল রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতি অলোক বিশ্বাস, ভার্চুয়ালি বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক জাহাঙ্গীর কবির, উপ প্রকল্প পরিচালক সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্প কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রি প্রমুখ। অনুষ্ঠানে ডাকাতিয়া খাল রক্ষণাবেক্ষণের জন্য এগারো সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন হয়েছে।
চিতলমারীতে মৎস্য অফিসের আয়োজনে মৎস্য কর্মশালা ও খাল রক্ষণাবেক্ষণ কমিটি গঠন।
