যশোরের শার্শার উপজেলার ছোট নিজামপুরে গাছের ডাল কাটতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সংক্রান্তে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে শার্শা থানা পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তিতে শার্শা থানা পুলিশ জানায়, রবিবার ১৪ এপ্রিল, সকাল আনুমানিক ১০ টার সময় আলী হোসেন (৪০), পিতা- মৃত রফি উদ্দিন, গ্রাম-ছোট নিজামপুর, ইউনিয়ন-নিজামপুর, থানা-শার্শা, জেলা-যশোর তার নিজ গ্রামের মোল্লা পাড়া নামক স্থানে শিশু (রেন্ডি) গাছের ডাল কাটতে যেয়ে হঠাৎ শুকনা ডাল ভেঙে নিচে পড়ে গিয়ে আহত হয়। পরে তার পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শার্শা নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা আনুমানিক ১২টার সময় আলী হোসেন মৃত্যুবরণ করেন। এ সংক্রান্তে শার্শা থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
