ঝিনাইদহের শৈলকুপায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৈরি আবহাওয়া উপেক্ষা করে শুক্রবার সকাল ১১টায় শৈলকুপা নতুন বাজারে দলীয় কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন।
শৈলকুপা পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়ার সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ুন বাবর ফিরোজ।
পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের আহবায়ক ওসমান আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান, সহ-সভাপতি রাকিবুল হাসান খাঁন দিপু, যুগ্ন-সাধারণ সম্পাদক বাবুল হোসেন মোল্লা, পৌর বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবুসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শৈলকুপা উপজেলা ও পৌর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দলসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিনটিকে তাৎপর্যপূর্ণ করতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিলসহ সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।
কয়েকটি ইউনিটে ভাগ হয়ে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ পর্যায়ক্রমে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে বিএনপির দলীয় সূত্রে জানা গেছে।
