রাজধানীর শ্যামপুর থেকে বিপুল পরিমাণ ওএমএস’র চাল ও আটা উদ্ধার।

রাজধানীর শ্যামপুর থেকে বিপুল পরিমাণ ওএমএস’র চাল ও আটা উদ্ধার করেছে র‌্যাব। শনিবার রাতভর র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও যৌথ বাহিনীর সহায়তায় ডিএমপি ঢাকার শ্যামপুর মডেল থানাধীন ডিআইটি শিল্প এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

এসময় অবৈধভাবে সরকারি ন্যায্য মূল্যের (ওএমএস) চাল ও আটা অসৎ উদ্দেশ্যে কালোবাজারির মাধ্যমে মজুদ করে রাখা  অবস্থায় ৫০ কেজি ওজনের ৩৮৮ বস্তা চাল যার সর্বমোট ওজন ১৯,৪০০ কেজি, ৫০ কেজি ওজনের ৩১৪ বস্তা আটা যার ওজন ১৫,৭০০ কেজি এবং ৪০ কেজি ওজনের ৯৫ বস্তা আটা যার ওজন ৩,৮০০ কেজি উদ্ধার করা হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *