ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান ইউসিফ আব্দুল্লাহ আল রাজী ও মো. সাহাবুদ্দিন, পরিচালক ও আইডিবি প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সচিব জে.কিউ.এম হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও বায়তুশ শরফ আঞ্জুমান-ই-ইত্তেহাদ বাংলাদেশের চেয়ারম্যান মরহুম শায়খ পীর মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন (রহ:), দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ ও এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মরহুম মোরশেদুল আলম, ইসলামী ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিনের মরহুম দুই নিকটাত্মীয় এবং ব্যাংকের মতিঝিল শাখার অফিসার মরহুম ফোরখাম হোসাইনের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *