শিল্পপতি আব্দুল মোনেম আর নেই

দেশের অন্যতম বিশিষ্ট শিল্পপতি ও মোনেম গ্রুপের চেয়ারম্যান আব্দুল মোনেম মারা গেছেন। আজ রোববার সকাল ১০টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগে ১৭ মে স্ট্রোক করলে আবদুল মোনেম খানকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

পদ্মসেতু সংযোগ সড়কসহ দেশের মহাসড়ক প্রায় সবই তার প্রতিষ্ঠান এএমএল-এর তৈরি। ইগলু, কোক-পেপসি তাদের সহ-প্রতিষ্ঠান।

ইগলুর প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) কামরুল হাসান আব্দুল মোমেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ব্রেন স্ট্রোক করে তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) মারা যান।

জানা গেছে, আব্দুল মোনেমের জানাজা ও দাফন ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রামে সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *