চট্টগ্রামে করোনায় প্রথম চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রামে করোনায় প্রথম চিকিৎসক হিসেবে প্রাণ গেলো ইউএসটিসি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক, মেডিসিন বিশেষজ্ঞ ডা. এহসানুল  করিমের।

বুধবার (৩ জুন) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রামে সংগঠনটির করোনা সেলের প্রধান ডা. আ ম ম মিনহাজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ডা. এহসানুল করিম নামে এক চিকিৎসক মারা গেছেন। চারদিন আগে তাঁর করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় স্বাস্থ্যের অবনতি হলে আইসিইউতে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের আগে থেকে ডা. এহসান ব্লাড ক্যান্সারেও ভুগছিলেন বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

উল্লেখ্য,  চট্টগ্রামের করোনা পরিস্থিতি যখন ভয়াবহ অবস্থা ধারণ করে তখন চিকিৎকরা একে একে হাসপাতালে ও চেম্বারে সেবা প্রদান গুটিয়ে নেন। কিন্তু মানবিক এই চিকিৎসক চেম্বার খোলা রেখে সকল রোগীদের সেবা দিয়ে আসছিলেন প্রতিনিয়ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *