চট্টগ্রামে দুই সপ্তাহ কারফিউ চান বিএনপি নেতা নোমান

ফাইল ছবি

করোনা ভাইরাসের নতুন হটস্পট চট্টগ্রামে সংক্রমণ ঠেকাতে ন্যূনতম দুই সপ্তাহের কারফিউ জারি চান বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।

বুধবার (৩ জুন) এক বিবৃতিতে মানবিক বিপর্যয় এড়াতে চট্টগ্রাম মহানগরীকে রেড জোন হিসেবে চিহ্নিত করে এ দাবি জানান তিনি।

আবদুল্লাহ আল নোমানের একান্ত সচিব নুরুল আজিম হিরু স্বাক্ষরিত বিবৃতিতে কারফিউ জারির স্বপক্ষে যুক্তি দেখিয়ে বলা হয়, চট্টগ্রামে করোনা রোগীদের জন্য পর্যাপ্ত আইসিইউ সুবিধাসহ চিকিৎসার উন্নত ব্যবস্থা নেই। এই কদিন চট্টগ্রামে যথাযথ চিকিৎসাসেবা না পেয়ে অনেকেই মৃত্যুবরণ করেছেন। এ অবস্থায় চট্টগ্রামের ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মহানগরীকে রেড জোন হিসেবে চিহ্নিত করে অন্তত দুই সপ্তাহের জন্য কারফিউ জারি চান নোমান।

চট্টগ্রামের প্রাইভেট হাসপাতাল মালিকদেরকে এই সঙ্কটে সেবার মনোভাব নিয়ে করোনায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। সেইসঙ্গে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং করোনায় আক্রান্ত হয়ে যে-সকল সাংবাদিক, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশসহ সমাজের বিভিন্নস্তরের মানুষ আইসোলেশনে আছেন, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *