বাগেরহাটে মাস্ক ব্যবহার না করায় ২৩ জনকে অর্থদণ্ড

ছবি: সংগৃহিত

বাগেরহাটে মাস্ক ব্যবহার না করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অপরাধে ২৩ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বৃহস্পতিবার গণপরিবহনসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে
৭৭ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেন।

এর আগে একই অপরাধে বুধবার ৩৯ জনের কাছ থেকে ৩৬ হাজার ১০০ টাকা এবং মঙ্গলবার ২৪ জনের কাছ থেকে ৩৪
হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুজ্জামান জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ
আদালতের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে। অভিযানের অংশ হিসেবে ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থানা পুলিশকে সাথে নিয়ে
বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ২১টি মামলা দায়ের করেন।

করোনাভাইরাস সংক্রমণ রোধে জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চলবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *