কৃষি বিভাগ থেকে সরবরাহকৃত বীজের কারণে ধান চিটা হয়ে যাওয়ায় দুই কৃষক সর্বশান্ত হয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের চাষি দীপক চন্দ্র রায় (৩৭)। পাটগ্রাম কৃষি বিভাগে
ব্রি ধান ৮৪ জাতের বীজ নিয়ে পোনে-৫ বিঘা জমিতে ধান রোপণ করেন। একই গ্রামের কৃষক সফিয়ার রহমান (৪৫) ৫৪ শতাংশ
জমিতে লাগিয়েছেন একই জাতের ধান। ওই দুই চাষির সমস্ত জমির ধান চিটা হয়ে গেছে। জমির ধান চিটা হয়ে যাওয়ায় ওই দুই চাষি
সর্বশান্ত হয়ে পড়েছে।
ব্রি-৮৪ জাতের ধান একেবারে নতুন। নতুন জাতের ধান স্থানীয় মাটি কার্যকর কিনা তা পরীক্ষামূলক চাষ করে কৃষক পর্যায়ে
রোপনের জন্য বিতরণ করা প্রয়োজন ছিল। কিন্তু কৃষি বিভাগ তা না করে সরাসরি চাষি পর্যায়ে বিতরণ করেছেন। ৮৪ জাতের
ধানটি এখানকার মাটি ও আবহাওয়া উপযোগী ছিলনা। এছাড়া বালাই নাশক ঔষুধও ঠিকভাবে প্রয়োগ না করায় চাষিদের ধানে
চিটা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
ভুক্তভোগী চাষী দীপক চন্দ্র রায় বলেন, পাটগ্রাম কৃষি বিভাগের মাধ্যমে ৩৩ শতাংশ জমিতে ধান চাষের জন্য ব্রি-৮৪ জাতের ধান
বীজ পাই। কিন্তু ওই বীজ দিয়ে পোনে -৫ বিঘা জমিতে ওই জাতের ধান লাগানো গেছে। কিন্ত ফলানো সমস্ত ধান চিটা হয়ে গেছে।
তবে পাশের জমির অন্য জাতের ধানে ভাল ফলন হয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তাদের গাফিলতির কারনে ধানে চিটা হয়ে আমার
সর্বনাশ হয়েছে। অপর চাষিরও একই অভিযোগ।
তবে চাষিদের অভিযোগ অস্বীকার করে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফফার বলেন, আমাদের কোন গাফিলতি ছিলনা। ওই ধানের জাতটি ছিল একেবারে নতুন। বৈরি আবহাওয়া ও চাষিদের ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনার কারণে ধানের চিটা হয়েছে। কৃষকদের ক্ষতিপূরন পুসিয়ে দিতে প্রনোদনায় আওতায় নিয়ে আসার জন্য ব্যবস্থা নিচ্ছি।
চট্টগ্রামের আনোয়ারায় ঘরের ভেতর গায়েবী মাজার তৈরি করে করোনাভাইরাস মুক্তির পানি পড়া দিয়ে আসছিলেন এক নারী। খবর পেয়ে কথিত মাজারটি গুঁড়িয়ে দিয়েছে আনোয়ারা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার গুন্দ্বীপ গ্রামের ছালেক আলী তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কয়েক মাস আগে থেকে ঘরের ভেতর মাজার বানিয়ে হাজিরা দেখা ও করোনা মুক্তির পানি […]
বাগেরহাটের চিতলমারী উপজেলার মা ও শিশু সহায়তা কর্মসূচির “বাস্তবায়ন নির্দেশিক ২০২৪” বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯মে২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাপস পালের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাসুদ আল ইমরান, উপজেলা শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস, চিতলমারী ব্যাসিক ব্যাংক ম্যানেজার মুন্সী মুহাম্মদ শামীম আহম্মদ, মা […]
ঝালকাঠির রাজাপুরের বিশ্বাসবাড়ি এলাকায় কাভার্ড ভ্যান ও অটোর মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ৫ যাত্রী আহত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) রাত ৭টার দিকে রাজাপুর-বেকুটিয়া সড়কের উপজেলার বিশ্বাসবাড়ি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- ঝালকাঠি জেলা পুলিশে কর্মরত সদস্য নুরুল হক, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র পথচারী অমিত সরদার, অটোরিকশা চালক দেলোয়ার সরদার কাউখালী […]