কুষ্টিয়ার জেলা প্রশাসক করোনা আক্রান্ত

কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার সন্ধ্যা থেকেই তিনি সর্দি জ্বর অনুভব করছিলেন। শনিবার সকালে পরীক্ষার জন্য তিনি নমুনা দেন। এ দিন বিকালে জানতে পারেন তার শরীরে করোনা ভাইরাস সংক্রমন ঘটেছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচএম আনোয়ারুল ইসলাম জেলা প্রশাসক আসলাম হোসেনের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত জানান, তিনি সুস্থ আছেন, হোমকোয়ারেন্টিনে রয়েছেন। জেলা প্রশাসক আসলাম হোসেনের জন্য দোয়া কামনা করেন তিনি।

আহমেদ সাদাত জানান, করোনা সংক্রমনের পর থেকেই কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন করোনায় অসহায় মানুষের পাশে ছিলেন। শুক্রবার ছুটির দিনেও তিনি অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

যারা জেলা প্রশাসকের পাশে থেকে সার্বক্ষণিক কাজ করেছেন তারাও আগামীকাল পরীক্ষার জন্য নমুনা দেবেন। তবে তার আগে জেলা প্রশাসনের সবাই হোম কোয়ারেন্টিনে থাকবেন বলেও জানান তিনি।

শনিবার সন্ধায় কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে পরীক্ষার রির্পোটে নতুন করে আরো ৭ জনের দেহে করোনা ভাইরাসের পজিটিভ শনাক্ত হয়েছে। এই নিয়ে কুষ্টিয়ায় ১১১জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *