ভাটিয়ারীতে ১২টি স্বর্ণের বারসহ যুবক আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকা থেকে ১২টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।

বুধবার (১৭ জুন) বিকেলে ভাটিয়ারী এলাকার বাস স্টপেজ থেকে গৌতম বণিক নামের ওই চোরাকারবারীকে আটক করা হয়।

গৌতম বণিক ফেনীর ফুলগাজী পৌরসভার উত্তর বড়ইয়া গ্রামের ফনিলাল বণিকের ছেলে। তিনি চট্টগ্রাম শহরের হাজারী গলির মিয়া শপিং কমপ্লেক্সে চন্দন সেনের দোকানে কর্মরত ছিলেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সীতাকুণ্ডের ভাটিয়ারী বাস স্টপেজে ঢাকামুখী বাসের জন্য অপেক্ষমান গৌতম বণিককে আটক করা হয়। তল্লাশী করে তার কাছ থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি ফিরোজ।

জব্দ করা প্রত্যেকটি স্বর্ণ বারের ওজন ১০ ভরি। সে হিসেবে বাজার মূল্য ৭২ লাখ টাকা হতে পারে বলে জানান স্বর্ণকাররা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *