ক্রিকেটার নাফিস ইকবাল করোনায় আক্রান্ত

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান ও বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড়ভাই নাফিস ইকবাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (২০ জুন) সকালে তার পরিবারের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ওই সদস্য জানান, কয়েকদিন আগে নমুনা পরীক্ষায় নাফিস ইকবালের করোনা পজেটিভ আসে।
‘তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। শারীরিকভাবে সুস্থ আছেন।’

৩৪ বছর বয়সী নাফিস ইকবাল ২০০৩ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে অভিষেক হয়।

মাত্র আড়াই বছরের ক্যারিয়ারে দেশের হয়ে ১১টি টেস্ট এবং ১৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। পরবর্তীতে তাঁর ছোটভাই তামিম ইকবাল খান বিশ্ব ক্রিকেটে রাজত্ব করলেও নাফিস ইকবাল ফিরে আসতে পারেনি জাতীয় দলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *