খুলনায় একদিনে ১৪৬ জনের করোনা শনাক্তের রেকর্ড

ঝিনাইদহে

খুলনায় একদিনে ১৪৬ জনের করোনা ভাইরাস শনাক্তের রেকর্ড হয়েছে। এ নিয়ে খুলনায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৯৪৬ জন।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও সিভিল সার্জনের দপ্তর সূত্রে এ তথ্য জানা  গেছে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, শনিবারে খুমেকের পিসিআর ল্যাবে ৩৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে খুলনা জেলার নমুনা ছিল ৩৬২টি। এর মধ্যে ১৫৫টি রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।  এর মধ্যে ১৪৬ জনই খুলনা জেলার। এছাড়া যশোরের রয়েছে এক জন, নড়াইলের দু’জন, বাগেরহাটের পাঁচ জন ও গোপালগঞ্জের একজন।

খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমদে জানান, শনিবার দুপুর পর্যন্ত খুলনায় করোনা রোগীর সংখ্যা ছিল ৮০০ জন। সন্ধ্যায় খুমেকের ল্যাবে আরও ১৪৬ জনের করোনা শনাক্ত হলো।  এ নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৪৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *