টেকনাফে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রতিকী ছবি

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী পাহাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম জসিম উদ্দিন বলে জানায় পুলিশ। সে রঙ্গিখালী এলাকার গুরা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে এবং পুলিশের অভিযান অব্যাহত আছে।

স্থানীয়রা জানায়, সকালে জসিম উদ্দিন কয়েকজন শ্রমিক নিয়ে রঙ্গিখালী পাহাড়ের কাছে নিজের জমিতে কৃষি কাজ করতে যায়। এ সময় প্রতিপক্ষের একদল স্বশস্ত্র দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে পাহাড়ে ধরে নিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা শ্রমিকেরা বাড়িতে এসে খবরটি পরিবারকে জানালে সঙ্গে সঙ্গে জসিমের পরিবার বিষয়টি পুলিশকে জানায়। পরে দুপুরের দিকে টেকনাফ থানা পুলিশের একটি দল পাহাড়ে উদ্ধার অভিযান শুরু করে।
একপর্যায়ে তারা রঙ্গিখালী পাহাড় হতে গুলিবিদ্ধ অবস্থায় জসিমের লাশ উদ্ধার করে।

স্থানীয়দের মতে, হ্নীলা রঙ্গিখালী এলাকায় পাহাড়ি জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের বিরোধ চলে আসছিল। তারই জেরে প্রতিপক্ষের হাতে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

উল্লেখ্য, রঙ্গিখালী এলাকায় ইতোমধ্যে দুই গ্রুপের বিরোধের জের ধরে স্থানীয় ইউপি মেম্বারসহ ৪ জন প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *